ভূগোল বিজ্ঞানে মুসলিম অবদান

Authors

DOI:

https://doi.org/10.52805/bjit.v13i20.180

Abstract

মধ্যযুগে মুসলমানরাই ভ‚গোল বিজ্ঞানের অগ্রগতি ও বিকাশ সাধনে যে অমূল্য অবদান সৃষ্টি করেন আজ এক
প্রতিষ্ঠিত সত্য বলেই বিবেচিত। বিশ্বের অতীত ইতিহাসের দিকে একটুদৃষ্টি নিবদ্ধ করলেই মুসলিম অবদানের
তীব্রতা উপলব্ধি করা যায়। তারা শুধু নামকা ওয়াস্তে বা উদারহস্তে কিছু একটা অবদান সৃষ্টি করলেন এমনটি নয়- বরং কার্যত: তারা বিষয়টিকে পুনর্জ্জীবিত করে প্রজ্জ্বলিত করেছেন এর মৌলনীতির আলোক বর্তিকা যা পরবর্তী
খ্রিষ্টান সভ্যতার করাল গ্রাসে হারিয়ে যায়।
প্রাচীন যুগে ভ‚গোলে অবদান সৃষ্টিকারীদের অন্যতম বিখ্যাত গ্রীক বিজ্ঞানী টলেমি। সে সময়ে এসব ক্ষেত্রে
প্রাথমিকভাবে পথ রচনার মৌলনীতির যে সব দৃষ্টিভঙ্গির প্রয়োগ শুরু হয়েছিল- দুঃখের বিষয় তার মৃত্যুর সাথে
সাথেই সেগুলোর সব প্রায় নিঃশেষ হয়ে যায়। তখন থেকেই ল্যাটিন ও গ্রীক গ্রন্থে অধিক কোনো তথ্য সংযোজন
থেকে বিরত থাকা হয়।

Downloads

Published

2020-12-05

Issue

Section

Research Notes