শিলালিপিতে বাংলাদেশের ঐতিহ্য: হাজী খাজা শাহবাজ ও মরিয়ম সালেহা মসজিদের শিলালিপির উপর একটি বিশ্লেষণধর্মী আলোচনা

Authors

  • Farjana Akter
  • Mohammad Shamsuzzaman

DOI:

https://doi.org/10.52805/bjit.v13i19.167

Abstract

ইতিহাস জাতির দর্পণ। মানব গোষ্ঠীর কার্যক্রম ইতিহাস পঠন-পাঠনের মধ্য দিয়ে জানা
যায়, আর ইতিহাস পঠন-পাঠনের অন্যতম একটি গুরুত্বপূর্ণ উৎস হ”েছ প্রতœতাত্তি¡ক উৎস। কেননা
প্রতœতত্ত¡ কোনো ভ‚খÐের অতীতে বিলুপ্ত হয়ে যাওয়া মানুষের জীবনের সাথে জড়িত সব ধরনের আর্থ- সামাজিক, রাজনৈতিক ও সাংস্কৃতিক নিদর্শনাদি অনাবৃত ও আলোচনার মাধ্যমে তাদের পূর্ণাঙ্গ
ইতিহাস রচনার যাবতীয় সূত্রাদি সরবরাহ করে থাকে। ফলে লিখিত তথ্যের ইতিহাস যেখানে নির্বাক,
সেখানে প্রতœতত্ত¡ই হয়ে উঠে সবাক। সে কারণে পÐিতরা প্রতœতত্ত¡কে ইতিহাস ও ঐতিহ্যের শেকড়
বলে অভিহিত করেন। আর প্রতœতত্তে¡র অন্যতম উৎস হ”েছ শিলালিপি। এরকম দুটি উল্লেখযোগ্য
শিলালিপি হ”েছ হাজী খাজা শাহবাজ ও মরিয়ম সালেহা মসজিদের শিলালিপি। আলোচ্য শিলালিপি
দুটিতে সমকালীন মুঘল বাংলার আর্থ-সামাজিক, রাজনৈতিক, ধর্মীয় ও সংস্কৃতির ব¯‘নিষ্ঠ তথ্য
প্রতিফলিত হয়েছে।

Downloads

Published

2020-12-05

How to Cite

Farjana Akter, & Mohammad Shamsuzzaman. (2020). শিলালিপিতে বাংলাদেশের ঐতিহ্য: হাজী খাজা শাহবাজ ও মরিয়ম সালেহা মসজিদের শিলালিপির উপর একটি বিশ্লেষণধর্মী আলোচনা. Bangladesh Journal of Integrated Thoughts, 13(19). https://doi.org/10.52805/bjit.v13i19.167

Issue

Section

Original Articles