প্রাক-প্রাথমিক শিক্ষা ও শিশু মনস্তত্ত্বের উন্নয়নে গণমাধ্যমের প্রভাব এবং কুরআন-সুন্নাহ্র দৃষ্টিতে গণমাধ্যমের ব্যবহার ও গুরুত্ব

Authors

  • Abu Bakkar Siddiq

DOI:

https://doi.org/10.52805/bjit.v11i16.141

Abstract

গণমাধ্যম আধুনিক জীবনযাত্রার অবিচ্ছেদ্য অঙ্গ। শিশুশিক্ষা ও তাদের মনস্তত্ত¡ উন্নয়নে
গণমাধ্যমের ব্যাপক প্রভাব রয়েছে। নির্দিষ্ট কারিকুলাম বা পাঠক্রমের অধীনে যাওয়ার আগেই বিভিন্ন পরিবেশে
শিশুরা তাদের ভাষাজ্ঞান ও সমাজ সামাজিক জ্ঞানের অনেক কিছু রপ্ত করে নেয়। এ জন্য গণমাধ্যমসমূহ যে
সব কৌশল ও অনুষ্ঠানের মাধ্যমে শিশুদের আকৃষ্ট করে থাকে তা তাদের পরবর্তি জীবনে গভীর প্রভাব বিস্তার
করে থাকে। বিশেষত টিভিতে বিভিন্ন ধরনের কার্টুনে প্রতি শিশুরা মোহগ্রস্ত। ইসলাম তার মূল্যবোধ শিশুমনে
গ্রোথিত করার জন্য বিভিন্নভাবে নির্দেশনা দিয়েছে। এ প্রসঙ্গে বিভিন্ন প্রক্রিয়ায় গুরুত্বারোপ করেছে। এ ক্ষেত্রে
যথাসম্ভব সকল মাধ্যম, এমনকি গণমাধ্যম ব্যবহারেও গুরুত্বারোপ করেছে ইসলামি আদর্শ প্রচার ও প্রসারের
নিমিত্ত¡। যা কুরআন-সুন্নাহ্তে বর্ণিত হয়েছে এবং মহানবি সা. এর জীবনাচারেও প্রতিফলিত হয়েছে। বর্তমান
প্রবন্ধে তাই-ই বিশ্লেষণ করা হয়েছে।

Downloads

Published

2020-10-11

How to Cite

Abu Bakkar Siddiq. (2020). প্রাক-প্রাথমিক শিক্ষা ও শিশু মনস্তত্ত্বের উন্নয়নে গণমাধ্যমের প্রভাব এবং কুরআন-সুন্নাহ্র দৃষ্টিতে গণমাধ্যমের ব্যবহার ও গুরুত্ব. Bangladesh Journal of Integrated Thoughts, 11(16). https://doi.org/10.52805/bjit.v11i16.141

Issue

Section

Original Articles